বুলবুল আহমেদ ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মসলেমপুর গ্রামের মোঃকুদ্দুস আলীর পুত্র মোঃসুজন আলী। দীর্ঘ ৫ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত,এখন তাকে কিডনি ডায়েলাসিস করতে হচ্ছে। তার জমি জাইগা,গরু ছাগল যা ছিল সব বিক্রি করে এতদিন তার চিকিৎসা খরচ চালিয়েছেন এখন আর কোন টাকা পয়সা কিছু নাই এখন নিঃস্ব।
তার বাবা একজন দিন মজুর, দিন আনে দিন খায়। বিভিন্ন বাজার ঘাট থেকে সাহায্যর টাকা যোগার করে ডাক্তারের কাছে যাওয়া লাগছে।
মোঃসুজন আলী সে একজন আর্টিস্ট ও রং মিস্তি কাজ করতেন।
গ্রামের প্রতিবেশীরা কিছু কিছু দিয়ে বাজার ঘাটে উঠাইয়ে কিছু অর্থ জোগাড় করেছে যেটা তার সুচিকিৎসায় খুবই সামান্য ,
সুজনের কিডনি চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তার একার পক্ষে জোগাড় করা অসম্ভব বেপার।
তাই বিত্তবানদের এবং হৃদয়বানদের কাছে তার পরিবার আকুল আবেদন কটেছেন তার পাশে দাঁড়াই জন্য।
আপনার হাত খরচের কিছুটা অংশ তার জন্য বরাদ্দ করে তার সুচিকিৎসায় সহায়তা করে তার জিবন বাঁচান ও পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কিছু অর্থ দিয়ে পাশে দাঁড়ান।
যোগাযোগ করার জন্য নিচে ফোন নাম্বার দেওয়া হল।
সুজনের বাবার নং- 01722226813 নগদ নং,
01714-906925 (বিকাশ)
মোঃইমারুল ইসলাম মেম্বার। প্রয়োজনে।
Leave a Reply