সাইফুল ইসলাম,ভেড়ামারা( কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা-আল্লার দর্গা সড়কের সাতবাড়িয়া এলাকায় সোনার বাংলা মুড়ি ফ্যাক্টারীর সামনে মঙ্গলবার(২৫জানুয়ারি) দুপরে ধান মাড়াই মেশিন বহনকারী স্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে শিমুল (১৫) নামে এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সংবাদ পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিস ও ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় লাশ উদ্ধার করে। নিহত শিমুল উপজেলার কাজিহাটা দক্ষিণপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে। সে ইট ভাটার শ্রমিক ছিল। ভেড়ামারা থানার উপ-পরিদর্শক মঞ্জুরুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নিহত শিমুল ভেড়ামারা থেকে উক্ত গাড়ি চালিয়ে কাজিহাটায় যাওয়ার পথে নিজে নিজেই গাড়িটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply