ডাক্তার কামরুল ইসলাম মনা।
সপ্তদশ শতকের বিশ্ব বিখ্যাত অন্যতম প্রখ্যাত চিকিৎসক ডা. ক্রিশ্চিয়ান ফ্রেডেরিক স্যামুয়েল হ্যানিম্যান ১৭৫৫ খ্রিস্টাব্দের ১০ এপ্রিল জার্মানির মিসেন নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ১১টি ভাষায় সুপন্ডিত, রসায়নবিদ, উদ্ভিদবিদ্যায় পারদর্শী, সার্জন, সমাজ-বিজ্ঞানী, মনস্তাত্ত্বিক, চিকিৎসক ও স্বাস্থ্যের রক্ষক। তিনি আধুনিক যুগের চিকিৎসা সংকট নির্ধারণ, সমাধান ও উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। তিনি ১৭৯৬ খ্রিস্টাব্দে হোমিওপ্যাথি আবিষ্কার করেন। বিশ্বের সবচেয়ে আধুনিক প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান হলো হোমিওপ্যাথি। এই প্রাকৃতিক চিকিৎসাকে মানবকল্যাণে মানুষের হাতে পৌঁছে দিয়ে গেছেন। এই চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে আয়ত্ত করার উপায় এর নামের মধ্যেই নিহিত রয়েছে। Homoeopathy শব্দটি বিশ্লেষণ করলেই ক্ল্যাসিক হোমিওপ্যাথি হৃদয়ঙ্গম করা সহজতর হয়ে ওঠে। নিচে এর বিশ্লেষণ দেওয়া হলো–
H=Hahnemann= হ্যানেম্যান
O=Organon of Medicine=অর্গানন অফ মেডিসিন
M=Materia medica=মেটিরিয়া মেডিকা
O=One (Single) Medicine=একক ওষুধ
E=Entire Patient=সম্পূর্ণ রোগী
O=Obedient to Homeo Lay=হোমিও আইনের প্রতি মান্যতা
P=Proving Medicine=প্রভিংকৃত ওষুধ
A=Altered Dose = পরিবর্তিত মাত্রা
T=Truthfulness=সত্যবাদিতা
H=Highest concentration on subject=বিষয়ের ওপর সর্বোচ্চ গুরুত্ব
Y=Yes to Principal=নীতির প্রতি সম্মতি
পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞান হোমিওপ্যাথির আবিষ্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৬তম জন্ম বার্ষিকীতে সকল হোমিওপ্যাথিক চিকিৎসক ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply