ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় আজ বুধবার(২১ ডিসেম্বর) এইচএসসি পরীক্ষার্থীসহ ২জন নিহত হয়েছে। এইচএসসি পরীক্ষা দিয়ে সিএনজি যোগে বাড়ি ফেরার পথে গোলাপনগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্বকভাবে আহত হয়ে চিকিৎসার জন্য কুষ্টিয়া যাওয়ার পথে মারা যান। তুষার উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মালিপাড়া গ্ৰামের সাবদার আলীর পুত্র ও বিজেএম কলেজের ছাত্র।
অপরদিকে, বিকেল ৫টার দিকে লালনশাহ সেতুর উপর যাত্রী বোঝাই ভটভটিকে ধাক্কা দিলে জলি খাতুন (৩৮) নামে এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। জলি খাতুন উপজেলার গোপিনাথপুর গ্ৰামের রফিকুল ইসলামের স্ত্রী। ভেড়ামারা থানার এসআই জিল্লুর রহমান জানান, জলি খাতুন বাবার বাড়ি পাবনা জেলার মুলাডুলি এলাকা থেকে শশুর সাইদুল ইসলামের সাথে ব্যাটারি চালিত ভ্যানে করে শশুর বাড়ি যাওয়ার পথে লালনশাহ সেতুর উপর পেছন থেকে অজ্ঞাত ট্রাক চাপা দেয়। ট্রাকটি পালিয়ে যায়।
তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
Leave a Reply