ভেড়ামারা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কলেজ পাড়া এলাকায় শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আতিয়ার হোসেন আতু(৬০) নামে এক বৃদ্ধকে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া গতির ইট বোঝায় স্টিয়ারিং ট্রলি ধাক্কা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই উপজেলার গাছিয়া দৌলতপুর এলাকায় মোটর সাইকেল নিয়ে রাস্তায় উলু খেরের উপর স্লিপ কেটে পড়ে বালু বোঝাই স্টিয়ারিং ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঔষধ কোম্পানীর প্রতিনিধি মো. আব্দুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন।
তিনি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের গোলাম সাত্তারের পুত্র।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহতদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply