স্বরবৃত্ত ছন্দ (৮/৭)
প্রার্থনা মোর,,
শেখ মিলন আলী,,
মহান প্রভু বিশ্ব আজিজ,
জগৎ জুরে এক জনে।
অর্চনা সব আমার সকল
বিশ্ব পতির চরণে।
দিবা রাত্রি, তোমায় ডাকি,
বিরাজ করো সব খানে।
আমি অধম তুমি মালিক,
দয়া করো দুর’ দিনে।
বান্দা আমি তোমার গুলাম,
রহম করো জমিনে।
ধন্য করো আমায় তুমি,
তোমার সরূপ স্বর্পনে।
আমায় তুমি ক্ষমা করো
মাওলা তোমার নিজ গুনে।
মরন বেলায় তুমি দয়াল,
থাইকো আমার স্মরণে।
দয়া করে পার করিও,
রোজ হাশরে ময় দানে।
দ্যুলোক দেশে ঠাঁই দিও গো,
প্রার্থনা মোর এই মনে।
Leave a Reply