নিউজ ডেক্সঃ
কুষ্টিয়ার ভেড়ামারা বাহাদুর পুর ইউনিয়নের আড়কান্দী মোকাম পাড়া রাস্তার মানুষের যাতায়াতের রাস্তাটির চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দেখার কেউ নেই।
বৃষ্টি হলে এই রাস্তায় যাতায়াত করা খুব কষ্টকর রাস্তায় পানি বেঁধে কাদায় পরিনিত হয় একারনে যাতায়াতে অনেক কষ্ট পোহাতে হয় এই এলাকার মানুষদের।
এখন স্কুল কলেজ খুলেছে ছাত্র ছাত্রীদের স্কুল কলেজে যাওয়ার এক মাত্র রাস্তা এইটা। কাঁদা ছুটে পোশাক নষ্ট হয়ে যাবে ভেবে যেতে চাইনা অনেক ছাত্র ছাত্রীরা।
বৃদ্ধ বয়স্কদের বাজার আসা খুবই কষ্টদায়ক, কখন পড়ে পায়ে ব্যাথা পায় কাপড় কাঁদায় পড়ে নষ্ট হয়ে যায়।
এলাকার কিছু মানুষদের সাথে কথা বলে জানা যায় এই রাস্তাটি অনেকবার মাপার জন্য উপর থেকে লোক এসেছিলো কিন্তু কিছু মানুষ কোন ভাবেই রাস্তার জন্য জায়গা দেয় না এজন্য রাস্তাটির বেহাল দশা হয়ে পড়ে আছে।
এলাকার মানুষ দ্রুত এই রাস্তাটির সমাধান ও পাকাকরণের দাবী জানিয়েছেন।
Leave a Reply