আব্দুর রহমানঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় সানলাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর কর্মী প্রশিক্ষণ ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ এপ্রিল বৃহসপতিবার বিকেলে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ভেড়ামারা জোন অফিসে
এস,বি চেক প্রদান করা হয় ৬ লাখ ২০ হাজার টাকা, মেয়াদ পৃর্তির চেক প্রদান করা হয় ৯ লাখ ১০ হাজার টাকা।মোট ১৫ লাখ ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোম্পানির এ,এম,ডি জনাব,মোঃআনিসুর রহমান, জে,পি,ডি মোঃশেরেগুল, জে,ই,ডি মোঃসাইফুল ইসলাম, জি,এম, জনি আহম্মেদ, জি,এম মোঃআমিনুল ইসলাম,বি,এম মোঃহাসান মাহমুদ,ইউ,এম, মোঃআছাদ হোসেন, এফ,এ, মালেকা খাতুন,রিজিয়া,নেহেরুল,রতন,ছাবেদ ও আফিস সহকারী মোছাঃরেখা খাতুন প্রমুখ।
Leave a Reply