বুলবুল আহমেদ ভেড়ামারা প্রতিনিধি:-
কুষ্টিয়ার ভেড়ামারায় করোনা ভাইরাস মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন চলাকালে আজ রবিবার লকডাউনে তৃতীয় দিনে লকডাউন বাস্তবায়ন করার জন্য ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সকাল থেকেই ভেড়ামারা শহর ও তার আশপাশে ইউনিয়নগুলোতে সাঁড়াশি অভিযান চালিয়েছেন। এসময় হ্যান্ড মাইক নিয়ে প্রশাসনের কর্মকর্তারা জনগণকে ঘরে থাকার আহ্বান জানান বিনা কারণে ঘর থেকে না বারানোর জন্য বলেন।যারা অযথা ঘরের বাইরে এসেছে তাদের আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মকর্তারা আরো বলেন ভেড়ামারায় করোনা ভাইরাস আর যেন বৃদ্ধি না পাই এর জন্য যা যা করার দরকার উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সব করবে। এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু,ভেড়ামারা উপজেলা নির্বাহি অফিসার দীনেশ সরকার,থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান ভেড়ামারা থানার ওসি (তদন্ত ) জহুরুল ইসলাম ।সহ পুলিশ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply