“অগ্নিদগ্ধ”
✍️🏼 আরিফুল বিন রশিদ
চারিদিকে ভীষণ হাহাকারে পরিপূর্ণ
আকাশ বাতাস ভারী হলো কান্নায়,
যে আগুন প্রাণ নিয়ে খেলা করে
ভরিয়ে দেয় চারপাশ কষ্টের বন্যায় ।
আগুনে দগ্ধ! এ যে চরম বেদনার কথা
এই মৃত্যু যেন কভূ কারও না হয়,
ললাটের লিখন খন্ডানো যায় না জানি
চারিদিকে দেখি শুধু নিদারুণ ভয় ।
ঝলসানো মুখগুলো আজ চরম সত্য
এতটাই করুণ যে প্রাণটাও তড়পায়,
স্বজনের আহাজারীতে প্রকম্পিত সব
তবু কিছু করতে পারছে না হায়!
এমন করুণ মৃত্যু যেন কারও না হয়
আর যেন খালি না হয় মায়ের বুক,
যে আগুন শুধু পোড়াতেই জানে
তার থেকে সবাই নিরাপদে থাকুক ।
Leave a Reply