কবিতার নামঃ
এক আদর্শ গ্রাম
মোঃ মুনির উদ্দীন
আয়রে সকল খোকা-খুকি
আয়রে আমার গাঁয়
তোদের নিয়ে একটা নতুন
গ্রাম গড়িতে চাই
থাকবে যেথায় স্বর্গ শান্তি
রবে অনাবিল সুখ,
রইবে না তো লোভ লালসার
অশুভ মনের দুঃখ।
বাবা-মা পাবে সম্মান আর
সকল সেবা-যত্ন,
কর্মের মাঝে তাদের কাছে
থাকবো হয়ে রত্ন।
প্রতিবেশীরা একে অপরের
থাকবে হৃদয় মাঝে,
হাতে হাত রেখে এক আত্মায়
মিলবে সকল কাজে।
পার্বণ উৎসবে সকলে
আসবে সদলবলে,
থাকবে না কেউ মুখ ফিরিয়ে
ক্রোধ বা কোনই ছলে।
কারো সংকটে মুক্ত হস্তে
করবে সকলে দান
সবার হাতের পরশ পেয়ে
রক্ষা পাবে মান।
হাজারো গুণে জ্বলবে শিখা
করবে বিশ্ব নাম,
গড়বো আমরা জগত মাঝে
এক আদর্শ গ্রাম।
Leave a Reply