নিজস্ব প্রতিবেদক:
ভেড়ামারায় দেশব্যাপী লকডাউনের প্রথম দিনে ইউএনও দীনেশ সরকার কঠোর অবস্থানে। আজ দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার ভেড়ামারা পৌর বাজার, কলেজ বাজার, সাতবাড়িয়া, ফারাকপুর রেলগেট, ক্ষেমিরদিয়াড়, সমিতির মোড়, গোলাপনগর, নতুন হাট, বাহাদুরপুর, কুচিয়ামোড়া বাজার, ঠাকুর দৌলতপুর, পরাণখালী ও মওলাহাবাসপুর এলাকায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে “সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ মোতাবেক ৬ টি মামলায় মোট ৫,৭০০/- টাকা অর্থদন্ড করেন।
অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply