মিরপুর প্রতিনিধি।
কুষ্টিয়ার মিরপুরে কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলমের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার ৩০ জুন দুপুর একটায় মিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
কোভিড-১৯ অতিমারি প্রতিরোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ খায়রুল আলম মহোদয়ের সহিত মিরপুর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধি, পুলিশ বাহিনী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সহিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার খায়রুল আলম।বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফীন।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,বিট পুলিশিং কর্মকর্তা ও সাংবাদিক গন কোভিড-১৯ অতিমারি প্রতিরোধকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন।
Leave a Reply