বুলবুল আহমেদ ভেড়ামারা প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গোঁসাই পাড়া গ্রামে আজ বৃহস্পতিবার ১৭জুন,২০২১ সকালে বিষাক্ত সাপের কামড়ে লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধুর করুণ মৃত্যু হয়েছে। তিনি এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে ততন মন্ডলের স্ত্রী। তাঁর পারিবারিক সূত্রে জানা যায়, সকালে ছয়টার দিকে বাড়ির পিছনের দরজা খোলার সময় বিষাক্ত গোখরো সাপ তাঁর পায়ে কামড় দেয়।
তাৎক্ষণিকভাবে স্থানীয় ওঝার মাধ্যমে বিষ নামানোর চেষ্টা করা হয়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। লাকি আক্তারের ৫ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি মেয়ে রয়েছে। পরে সাপুড়ে ডেকে এনে ঘরের মেঝে খুঁড়ে বিশাল একটি গোখরো সাপ ধরা হয়।
Leave a Reply