মোঃসাকিব আলী, স্টাফ রিপোর্টারঃ
ভেড়ামারা পূর্ব নওদাপাড়া (মন্ডলপাড়ার) ক্যানেলের ধারের রাস্তাটি অতঃপর দ্রুতগতিতে সম্পন্ন হতে যাচ্ছে। দীর্ঘ বছর যাবত এই রাস্তাটি ব্যবহারের অযোগ্য হওয়ার কারণে এলাকার মানুষ অনেক কষ্ট সহ্য করেছে। রাস্তার কাজ শুরু হওয়াতে এলাকার মানুষ অনেক খুশি হয়েছেন এবং তারা জানিয়েছেন রাস্তাটির কাজ সম্পন্ন হলে এলাকাভিত্তিক ভাবে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। বিশেষ সূত্রে জানা যায় এলাকাবাসীর মন্তব্য এই যে, রাস্তাটি হওয়ার কারণে বাচ্চাদের স্কুলে যাওয়া-আসার সুবিধা বেড়ে গিয়েছেন। ইতিপূর্বে ঝড়-বৃষ্টিতে রাস্তা দিয়ে চলাচল কষ্টকর হয়ে যেত। রাস্তাটি সম্পন্ন হওয়ার পর এলাকাবাসীর একটি বিশেষ চাওয়া হচ্ছে অত্র এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দেয়া হোক। কারণ এলাকায় কয়েক হাজার বাচ্চারা ৩/৪ কিলো রাস্তা পেরিয়ে স্কুলে যাওয়া আসা করে। সুতরাং অত্র এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় হলে অত্র এলাকার শিশু বাচ্চাদূ পড়াশোনার আরও অগ্রগতি বেড়ে যাবে বলে জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply