সাইফুল ইসলাম (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক উন্মুক্ত বাজেট সভা আজ বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি খন্দকার আওরঙ্গজেব সেলিম। বক্তব্য রাখেন, সাবেক মেম্বার আনোয়ার হোসেন, ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, রবিউল আলম সরকার, খন্দকার হাবিবুল আলম প্রমুখ। সভায় ইউনিয়নের সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউপি সচিব মোঃ শাহজাহান সিরাজ ধরমপুর ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থবছরের জন্য ২কোটি ৭ লক্ষ ৫২ হাজার টাকার বার্ষিক বাজেট ঘোষণা করেন।
Leave a Reply