” বাস্তবতার নিরিখে বৃদ্ধি – হ্রাস ”
—— আরিফ রায়হান
বাড়ছে গরম
কমছে শীত,
বাড়ছে পণ্যদ্রব্যের বাজার
শীরক-বিদআতে বেড়েই চলেছে,
বাংলাদেশের মাজার।
বাড়ছে পাপাচার
কমছে সুবিচার,
বাড়ছে বেপর্দা
পানের সাথে বেড়েই চলেছে
হাকিমপুরী জর্দা।
বাড়ছে খুন- ধর্ষণ
কমছে উদারতা,
বাড়ছে আধুনিকতা
স্বার্থের টানে বেড়েই চলেছে
জাহেলি সভ্যতা।
বাড়ছে হিংসা
কমছে মহব্বত,
বাড়ছে সুদ আর ঘুষ
হারাম খেয়ে সবাই এখন
হারাইয়া ফেলছে হুঁশ।
বাড়ছে শিক্ষার হার কমছে চাকরির হার,
বাড়ছে বেকারত্ব
মাদক নেশায় বেকারগণে
হচ্ছে আজি মত্ত।
বাড়ছে দুর্নীতি
কমছে সুশাসন,
বাড়ছে অবিচার
প্রতিহিংসা আর ঘুষের কারণে
পাচ্ছেনা কেউ ন্যায়বিচার।।
Leave a Reply