আব্দুর রহমান বিশেষ প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুর পুর অবস্থিত মানবতা নামক একটি স্বেচ্ছায় রক্তদানকারী সামাজিক সংগঠন।
জনি আহম্মেদ”প্রতিষ্ঠাতা ও পরিচালক মানবতা সংগঠন”।
মানবতার এক মহান ব্যাক্তি, যার অক্লান্ত পরিশ্রমে মানবতা নামক একটি স্বেচ্ছায় রক্ত দানকারী সামাজিক সংগঠন উপহার দিয়েছেন মানবতা সংগঠনের লক্ষ্য সমূহঃ
১। স্বেচ্ছায় রক্ত দান করা।
২। অসহায় ও গরীব মেধাবী ছাত্র ছাত্রীদের লেখা পড়ায় সহযোগিতা করা।
৩। অসহায় ও দুস্থ মানুষদের সহযোগিতা করা।
৪। সামাজিক উন্নয়ন মূলক কাজ করা।
৫। ফ্রী মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপিং করা।
এছাড়া যারা নিষ্ঠার সাথে সংগঠনে কাজ করে যাচ্ছেন তারা হলেন- সভাপতি ডা.মোঃশেরেগুল, সহ-সভাপতি বুলবুল আহমেদ,সাধারণ সম্পাদক ইমারুল ইসলাম মাটি,প্রধান উপদেষ্টা আলাউদ্দিন শেখ, কোষাধ্যক্ষ শিপন আলী, উপ-প্রচার সম্পাদক আঃরহমান, প্রচার সম্পাদক হাসান মাহমুদ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান টুটুল, এবং সার্বিক সহযোগিতা ও প্ররামর্শ প্রদান করেন ডাঃমোঃসোহেল পারভেজ উজ্জ্বল, ডাক্তার মোঃফসিউর রহমান প্রমুখ।
এছাড়াও সবার সহযোগিতা পেলে আরও উন্নয়ন মূলক কাজ করবে বলে জানিয়েছেন সংগ্রঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনি আহম্মেদ।
Leave a Reply