সাইফুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুরের বিজেএম কলেজের প্রভাষক মিজানুর রহমানের অকাল মৃত্যুতে আজ ২২মে সকালে কলেজের হল রুমে এক শোকসভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মোঃ আসলাম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম। প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মোঃ ফেরদৌস হোসেন মানিক, সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিশ আলী, মোঃ কবীরুল হাসান, প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ, প্রভাষক মোঃ রুমেল আলী , মিজানুর রহমানের ছোটভাই ওহিদুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিজেএম কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান ক্যানসার রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ এপ্রিল ইন্তেকাল করেন।
Leave a Reply