” জাগো মুসলিম ”
—– আরিফ রায়হান
জেগে ওঠো ওহে মুসলিম
ঘুমিয়ে থেকো না আর,
জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াও আরেকবার।
ফিলিস্তিনে মরছে কতো
আমার মুসলিম ভাই-বোন,
নির্যাতনের যাঁতাকলে পিষ্ট হয় তাদের জীবন।
পদক্ষেপ নাওগো মুসলিম…
তাদের পাশে দাঁড়াবার ;
জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াও আরেকবার।।
বিশ্ব জুড়ে মুসলিমরা
আজ বড় অসহায়,
কে দেবে শান্তনা তাদের
কে হবে তাদের সহায় ;
সময় এসেছে তাদের জন্যে…
সাহায্যের হাত বাড়াবার।
জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়াও আরেকবার।।
Leave a Reply