” পর্দা ”
— আরিফ রায়হান
জাহেলি যুগের নারীদের মতো
রুপ প্রদর্শন করিয়া,
রাস্তায় তুমি হাঁটবেনা বোন
হেলিয়া-দুলিয়া।
বোরকা ছেড়ে ফ্যাশন হয়ে
রাস্তায় যাবে যখন,
শয়তান তোমার ক্ষতির আশায়
পিছু নেবে তখন।
বোরকা পরবে ঢিলেঢালা
রং হবে তার কালো,
তবেই তোমার ইজ্জৎ – সম্ভ্রম
থাকবে রে বোন ভালো।
রাস্তায় যখন হাঁটবে তুমি
দৃষ্টি রাখবে নিচে,
যুবক গুলো আর কোনদিন
ঘুরবেনা তোমার পিছে।
তোমরা হলে মায়ের জাতি
ধরার শ্রেষ্ঠ নেয়ামত,
তাই পর্দা করে নিজ সতীত্বের
রাখো হেফাজত।।
Leave a Reply