কবিতাঃ নিয়তি
লেখকঃ মুহাম্মদ আরিফুল বিন রশিদ
নেই আলোর বাতি আজ তব সেই কুটিরে
যেখানে ছিল বেদনা বিধুর দিনগুলো,
মাখো মাখো আদরের, স্নেহের আভাসে
গনগনে আগুন জ্বালাতো মাটির চুলো ।
মায়ের আদরের ঘুম পাড়ানি দুটি হাত
বাবার স্নেহের কোলে পিঠে চড়ার শৈশবে,
ভাইয়ের সাথে কাটানো মধুর স্মৃতি
সহদরা বোনের সাথে পুতুল খেলা হয়েছিল কবে !
অভাগা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়
ঘরবাড়ি ছাড়া একা নিভৃতহীন জীবনে,
আলোর দিশা নিয়ে আসেনি তো কেউ সেদিন
ভেসে গিয়েছিল সব অন্ধকারের মহাপ্লাবনে ।
নিয়তি যাকে বানিয়েছে শুধুই কপালপোড়া
জীবনে নেই যার স্বপ্ন দেখার অধিকার,
দুর্ভাগ্যের লিখন সেদিনই লেখা হয়েছিল তার
সে যন্ত্রণার যেদিন শোনেনি কেউ চিৎকার ।
হঠাৎ শুরু হওয়া এক ভয়ংকর ঘূর্ণিপাকে
সর্বস্ব হারানোর সেই মহাক্রান্তিকালে,
ছলনা করেছিল দুর্ভাগ্যের অশুভ নিয়তি
হারাতে হল সবই, বন্দি হতে হল দুর্ভাগ্যের জালে ।
সবাই সেদিন দেখেছিল হাহাকার,চিৎকার
নিভৃত নয়নে দুচোখে নদী বহিয়েছিল একা দুর্ভাগা,
আসেনিতো কেউ সেদিন নিজ কুটিরে ফিরে
বেঁচে ছিল কঠিন পাথর হয়ে সে যে এক অভাগা ।
Leave a Reply