একটু সুখের আশায়
আনিছুর রহমান (ডাবলু)
জীবন গাড়ি যাচ্ছে ছুটে
আপন দেশেরপানে,
সংসারেতে সব বিলি দিই
মধুর ময়ার টানে।
নয় এর সাথে ছয় মিলিয়ে
রঙ্গ- পাসাদ গড়ি,
ভুলেই গেছি যেতে হবে
মায়ার জগৎ ছাড়ি।
এই তো সেদিন ঘুমিয়ে ছিলাম
মায়ের সেনেহের কোলে,
কত বছর কেটে গেলো
রঙ্গ তামাসার ছলে।
কোথায় থেকে এসেছিলাম
কোথায় যাব চলে,
আত্মীয় -জন ক’দিন পরে
সবাই যাবে ভুলে।
কেবা আমায় পাঠিয়েছে
এই ভব সংসারে,
তাহার জন্য কিবা নিলাম
কিবা দিলাম তারে।
শিশু থেকে যৌবন গেল
জীবন পড়লো ভাটায়,
হন্যে হয়ে ছুটে বেড়ায়
একটু সুখের আশায়।।
Leave a Reply