স্বপ্নে ঘেরা প্রবাস
আনিছুর রহমান(ডাবলু)
হালের গরু বসত ভিটা
সব বেচে দিয়ে,
দেশের মায়া ছিন্ন করে
বিদেশ পাড়ি দিয়ে।
জিবন গড়ার স্বপ্ন দেখি
ঘুম আসে না চোখে,
গাড়ি হবে বাড়িহবে
আর কে আমায় রুখে।
একে একে মাস চলেযায়
ঘুরে আসে বছর,
ভুলেই গেছি বাবার শাসন
মায়ের কেমন আদর।
বুকের ব্যাথা লুকিয়ে রাখি
চোখের লোনা জলে,
লক্ষিটারে শান্তনা দিই
ভিডিও কথা বলে।
ঋনের বোঝা দেনার বোঝা
বাড়ছে মাসে মাসে,
আশায় থাকি সুখ পাখিটা
কখন ফিরে আসে।
দিনের শেষে রাতে করি
যোগ বিয়োগের খেলা,
মন ছুটে যায় গাঁয়ের পথে
ভাসিয়ে মেঘের ভেলা।
ছেলেবেলা কিশোরবেলা
মানস্ পটে ভাসে,
স্মৃতিগুলি হাত ছানি দেয়
ফিরে ফিরে আসে।
কেমন করে পার হইলো
বছর গেলো দশ,
এমন করেই যাচ্ছে চলে
স্বপ্নে ঘেরা প্রবাস।।
Leave a Reply