ভেড়ামারা প্রতিনিধিঃ
ভেড়ামারায় এক লাখ পঁন্চাশ হাজার শলাকা জাল ব্যান্ডরোল যুক্ত নকল বিড়ি আটক।
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড এলাকা দিয়ে জাল ব্যান্ডরোল যুক্ত বিড়ির চালান দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেয়া হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্রটি প্রায়ই এ করে করে যাচ্ছিলো বলে খবর ছিলো। কুষ্টিয়া সার্কেল-২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা নওশের আলী মুন্সীর নেতৃত্বে একটি নিবারক দল গতকাল ভোরে ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। দীর্ঘসময় সুকৌশলে অবস্থান নেয়ার পর আশিক বিড়ি ও জামিল বিড়ি নামীয় প্রতিষ্ঠানের সর্বমোট ১,৫০,০০০ শলাকা বিড়ি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত বিড়ি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে এসে জমা প্রদান করা হয়। আটককৃত উক্ত চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply