কোম্পানীগঞ্জ(নোয়াখালী)প্রতিনিধিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বাংলা বাজারে ৬ টি দোকান আগুনে পুড়ে ছাঁই, এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার সওদাগর মার্কেটে ০১মে (শনিবার) রাত ০১:৪৫ এর সময় আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে ১টি ফার্মেসী, কম্পিউটার- ফটোষ্ট্যাট, প্লাস্টিক পণ্যের দোকান, ফাস্ট ফুড, ও মুদি দোকানের দুটি গোডাউনসহ মোট ছয়টি দোকান পুড়ে যায়। এতে ঘর সহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা দাবি করেছেন।
প্রতক্ষদর্শী সূত্রে জানাযায়, মুছাপুর পূর্ব বাংলাবাজার সওদাগর মার্কেটে রাত ০১:৪৫ মিনিটের সময় হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখে সবাই চিৎকার শুরু করেন।এসময় আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জামিন মিয়া বলেন, সওদাগর মার্কেটে আগুন লেগে মহুর্তের মধ্যে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে, এসময় ৬ টি দোকান পুড়ে যায়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
Leave a Reply