তথ্যচিত্র ডেক্সঃ
নাটরে জেলা প্রশাসনের পক্ষ হতে নার্য্যেমৃল্যে কৃষকের নিকট হইতে সংগ্রহকৃত তরমুজ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এতে করে কৃষকেরা ন্যার্য্যেমৃল্যে তরমুজ বিক্রয় করতে পারবে এবং তরমুজ ক্রেতারাও ন্যার্য্যেমৃল্যে কিনতে পারবে।
জেলা প্রশাসনের পক্ষ হতে সরাসরি কৃষকদের নিকট থেকে ন্যায্যমূল্যে সংগ্রহকৃত তরমুজ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন জনাব মোঃ শাহরিয়াজ পিএএ,জেলা প্রশাসক,নাটোর। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার,উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেয়র, নাটোর পৌরসভা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব),অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নাটোরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সার্বিক ব্যবস্থাপনায়ঃ জেলা প্রশাসন,নাটোর।
Leave a Reply