গাহি মাতৃভাষার গান
—– আরিফ রায়হান
যাঁরা বন্যার মতো রক্ত দিয়ে
অসীম শক্তি আর সাহস নিয়ে,
জীবন-মরণ বাজি রেখে
করেছে সংগ্রাম ;
আমি সুখে-দুঃখে তাঁহাদের কথা..
বলবই অবিরাম।
যাঁরা মা-বোনদের ইজ্জত
রক্ষার জন্য,
মাতৃভাষা বাংলার জন্য
জীবন দিয়েছে কোরবান..
আমি মুক্তকণ্ঠে গাইবই শুধু,
তাঁহাদেরই গান।।
Leave a Reply