বুলবুল আহমেদ ভেড়ামারা প্রতিনিধিঃ
ভেড়ামারায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মে দিবস পালন
কুষ্টিয়ার ভেড়ামারায় মহান মে দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মোনাজাত সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে জাতীয় শ্রমিক লীগ, ভেড়ামারা উপজেলা শাখা।
আজ সকাল ০৮ ০০ টার সময় ভেড়ামারা আওয়ামীলীগ অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়া, জাতীয় শ্রমিক লীগ ভেড়ামারা উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম, শ্রমিক নেতা অানোয়ার হোসেন, ভেড়ামারা পৌরসভা কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশন এর সভাপতি শফিকুল ইসলাম অাজম ও সাধারণ সম্পাদক মোঃ রবজেল হোসেন মুরুব্বি উপস্থিত ছিলেন।
পতাকা উত্তোলনের পর ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা শ্রমিক নেতৃবৃন্দকে সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ানুষ্ঠানে শ্রমিকদের কল্যাণ ও শ্রমিক আন্দোলনে আত্মোৎসর্গকারী বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়া দিবসটি ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রয়াত মজিবুল হক মাঙন সাহেবের শাহাদত দিবস হওয়ায় স্থানীয় প্রয়াত এই নেতার আত্মার চিরশান্তি কামনা করা হয় মোনাজাতে।
উল্লেখ্য, ১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে দৈনিক ৮ ঘন্টা কর্মদিবসের দাবীতে উত্তাল শ্রমিক আন্দোলনের শহীদদের স্মরণে বিশ্বব্যাপী প্রায় দেড়শ বছর ধরে যথাযোগ্য মর্যাদায় ও চেতনায় দিবসটি পালন কর আসছেন শ্রমিক ও শ্রমিক দরদী জনতা।
Leave a Reply