অবহেলিত জীবন
——- আরিফ রায়হান
সারাজীবন কাটলো মন তোর
হাসিতে খেলিতে,
পারের সম্বল করলিনা মন
সময় থাকিতে।
বিনা ওজরে কতো ওয়াক্ত
করলি নামাজ কাযা,
স্বাস্থ্য ভালো ছিলো তবু
রাখলিনা তুই রোযা ;
কিসের নেশায় ভাসলি রে মন
ধোকার দরিয়াতে…
পারের সম্বল করলিনা মন
সময় থাকিতে।।
মদ-জুয়া আর বাজে আড্ডায়
করলি সম্পদ ক্ষতি,
গান-বাজনা আর অশ্লীল কাজ তোর
নিত্যদিনের সাথী ;
একটি বার তুই আল্লাহর নামটি
লইলিনা দিন রাতে..
পারের সম্বল করলিনা মন
সময় থাকিতে।।
Leave a Reply