আজকে পূর্ণিমা রাত। এই রাতকে নিয়ে একটি কবিতা
কবিতার নামঃ
চাঁদনী রাতে
মোঃ মুনির উদ্দীন
জেগে দেখি বেড়ার ফাঁকে
আসছে চাঁদের আলো,
অল্প আলোয় ঘরের সকল
দূর করেছে কালো।
সকল কিছুই আলোকিত
বাইরে দেখি এসে,
এই আঙিনায় জ্যোৎস্না ঝরে
কতই ভালোবেসে।
গাছগাছালি সবাই মিলে
ব্যস্ত সুধা পানে,
ব্যাকুল মনের কথা আমায়
বলছে কানে কানে।
দূরের বনে কোকিল ডাকে,
রাত জাগা সব পাখি,
চাঁদনী রাতের বিলাস পেতে
করছে ডাকাডাকি।
চাঁদের বুড়ি জ্যোৎস্না ছড়ায়
আমার উঠোন পরে,
মনকাড়া এই লগন ছেড়ে
কেমনে যাবো ঘরে।
Leave a Reply