1. admin@dailytatthyachitra.com : admin :
নেই লালসা কবি - আমেনা খানম। - দৈনিক তথ্যচিত্র
বিজ্ঞপ্তি :
দৈনিক তথ্যচিত্র প্রত্রিকায় দেশের জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীগণ যোগাযোগ করুন -মোবাঃ ০১৭৩০-১৮৭৭৪২, e-mail - dailytatthyachitra2021@gmail.com

নেই লালসা কবি – আমেনা খানম।

  • প্রকাশের সময় : Tuesday, April 27, 2021
  • 206 জন দেখেছেন

নেই লালসা।
কবি আমেনা খানম।

হরেক রকম আইটেম দিয়ে
ইফতারেতে প্লেট সাজানো চাই!
পাশেই আমার অনাহারে
দিন কাটাচ্ছে
আমার পড়শি ভাই!
খোঁজ কি রাখি তাদের?
রোজ রোজতো রোজা রাখি!
নিজেই নিজেকে দিচ্ছি ফাঁকি!
একবারও কি ভাবি,
সংযমের আসল মানে,কি সত‍্যিই তাই?
অনেকের কাছেই ভাই
এর জবাব নাই!
একমুঠো মুড়ি আর পানি হলেই চলবে
অতকিছুর চাহিদা নাই
জিজ্ঞেস করলে তারা এ কথাটিই বলবে!
তবুও কি একটুখানি ওদের থেকে
শিখতে পারিনা কোন কিছুই ভাই!
এত নাইয়ের মাঝেও
ওদের মনে একটুও লোভ লালসা নাই!
সুখী হবার কিসের পড়েছে এত দায়!
ওপাড়েতে গেলে হবে সঠিক সবকিছু আদায়।
এপাড়েতে একমুঠো ভাত, চায় একটু সম্মান
আর চায় মাথা গোজার ঠাঁই!
জানেতো ওরা এ জগতে আল্লাহ্ ছাড়া
তাদের যে আর কেউ নাই!

শেয়ার করে সহযোগিতা করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও বিষয়বস্ত কোথাও প্রকাশ করা বেআইনি। © All rights reserved © 2021 দৈনিক তথ্যচিত্র
Design & Developed By AKATONMOY HOST BD