শেফাদুল ইসলাম চান্নুঃ
কুষ্টিয়ার ভেড়ামারা শহরে গোল্ডেন স্টার চাইল্ড হোম নামে একটি কিন্ডারগার্টেন স্কুলকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত শনিবার ২৪শে এপ্রিল সকালে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এর মধ্যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গোল্ডেন স্টার চাইল্ড হোম স্কুলটি খোলা রেখে বাচ্চাদের পড়ানো হচ্ছিল।ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলার নির্বাহী অফিসার সোহেল মারুফ স্কুলে উপস্থিত হয়ে এ জরিমানা করেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন,করোনাকালীন সময়ে বাচ্চাদের জীবন বিপন্ন করার ঝুঁকি নিয়েছে। এছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্কুলে পড়ানো হচ্ছিল। এজন্য গোল্ডেন স্টার চাইল্ড হোমকে অর্থদণ্ড করা হয়েছে। এবং সকলকেই সতর্ক করা হয়েছে।
Leave a Reply