মোঃ আসলাম হাওলাদার মোড়েলগঞ্জ,বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলায় ২ টি মোবাইল ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে।
শুক্রবার ২৩ এপ্রিল বিকাল তিন টা থেকে সাড়ে পাঁচ টা পর্যন্ত উপজেলার পাঁচ রাস্তা মোড় সহ এলাকা বিভিন্ন জায়গা থেকে আসা শত শত পরিবারের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়। তারা দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে একটুকু খাবার পানি নেওয়ার অপেক্ষা করেন।
এ কর্মসূচি গ্রহণ করেন শরণখোলা উপজেলার নির্বাহী অফিসার জনাব সরদার মোস্তফা শাহীন।
উল্লেখ্য শরণখোলা উপজেলায় পানি সংকট নিরসনে এই কার্যক্রম উদ্যোগ টি গ্রহণ করা হয়।
বিশুদ্ধ পানি পান করতে পারায় এলাকাবাসী খুশি। কারণ দূষিত পানি পান করে এ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ পানি বাহিত রোগ ডায়রিয়া আক্রান্ত হয়ে শত শত মানুষক হাসপাতালে ভর্তি হয়েছে।
এলাকার সাধারণ জনগণ এ কাজকে সাধুবাদ জানান।
Leave a Reply