তথ্যচিত্র ডেক্সঃ – প্রতি বছরের মত এ সময় নাটোরের চলন বিল এলাকায় ধান কাটাতে শ্রমিক সংকট দেখাে দেয়। এর জন্য বাইরের লোকের প্রয়োজন হয়। সেখানে অন্যান্য জেলার মত কুষ্টিয়ার ভেড়ামারা থেকেও যান প্রচুর সংখ্যক ধান কাটার শ্রমিক। বর্তমানে চলছে সর্বাত্মক লকডাউন। কিন্ত লকডাউনে থেমে নেই দূরবর্তী জেলায় ধান কাটার কার্যক্রম। আর দেশের প্রধান খাদ্যশস্য তথা ধান সংগ্রহ নিশ্চিত করা জরুরি মনে করে এসমস্ত শ্রমিকদের যাতায়াত অবাধ করতে এগিয়ে এসেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মারুফ। ইতোমধ্যে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসারের থেকে অনুমতি নিয়ে ধান কাটার কাজে গেছেন প্রায় ৩০০ শ্রমিক।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলমান লকডাউনে যেন কোনভাবেই ধান কাটা তথা খাদ্য নিরাপত্তা ব্যাহত না হয় সেই লক্ষ্যে ভেড়ামারা উপজেলা প্রশাসন বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৩শত শ্রমিক কে অনুমতি পত্র প্রদান করা হয়েছে। তারা ইতিমধ্যেই ধান কাটতে নাটোরে পৌঁছেছেন।
উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম বলেন, কৃষি শ্রমিকরা এ সময়ে যেমন বেকার থাকা লাগছে না। তেমনি নাটোরের কৃষি শ্রমিকের সংকট মোকাবেলা করা সম্ভব হলো। শ্রমিকদের রাস্তা চলাচল নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে সড়ক অনুমতিপত্র।
এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, ইতোমধ্যে ধান কাটার ৩০০ শ্রমিক অনুমতি নিয়ে ধান কাটতে চলে গেছেন। তাঁদের সার্বিক সহযোগিতা করা হয়েছে।
Leave a Reply