তথ্যচিত্র ডেক্সঃ
চলচ্চিত্র অঙ্গন আরো একজন গুণী মানুষকে হারালেন। চিত্রনায়ক ওয়াসিম আর নেই।
বাংলাদেশের চলচ্চিত্রের সোনালী দিনের চিত্র নায়ক ওয়াসিম আর নেই। রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় তিনি না ফেরার দেশে চলে গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন চিত্রনায়ক ওয়াসিম।
নায়ক হিসাবে তার যাত্রা শুরু হয় মহসিন পরিচালিত,,রাতের পর দিন,, সিনেমার মাধ্যমে। যতই দিন যেতে থাকে ততই নায়ক ওয়াসিমের জনপ্রিয়তা ততই আকাশচুম্বী হয়।
তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ছন্দ হারিয়ে গেল, রাতের পর, দি রেইন,দোস্ত দুশমন,রাজদুলারী, বাহাদুর ,মানসী,সওদাগর, নরম গরম, বেদ্বীন,ঈমান, ইত্যাদি।
বর্তমান সিনেমা থেকে দুরে ছিলেন তিনি।
Leave a Reply