কবিতা রমজান- আরিফ রায়হানঃ
রহমত মাগফিরাত নাজাত নিয়ে
এলো রে মাহে রমজান,
নামাজ পড়ো রোজা রাখো
হে মুমিন মুসলমান।
সিয়াম সাধনার এই মাসে
রোজা রাখো সবে,
জাহান্নামের আগুন থেকে
মুক্তি পাবে তবে।
মিথ্যাচার আর দূর্নীতির
ঘটায় আজই আবসান,
নামাজ পড়ে রোজা রেখে
দৃঢ় করি ঈমান।
রমজানের এই শ্রেষ্ঠ মাসে
ভুলি হিংসা বিদ্বেষ,
ভ্রাতৃত্ববোধ রক্ষা করে
মানি আল্লাহর আদেশের।
এই প্রত্যয় নিয়ে মোরা
সম্মুখপানে হই বেগবান
সফলতা দ্বারপ্রান্তে
পৌঁছে দেবেন মেহেরবান।
Leave a Reply