তথ্য ডেক্সঃ
কুষ্টিয়া সার্কেল-০২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তা জনাব মোঃ নওশের আলী মুন্সীর নেতৃত্বে একটি নিবারক দল ভোর ৫ টায় ভেড়ামারা ১২ মাইল সংলগ্ন রাস্তার পাশের একটি দোকানের আড়ালে পরিত্যক্ত অবস্থায় নকল সজিব জর্দ্দা নামীয় ৩ বস্তা(১১৫ কেজি) জর্দ্দা উদ্ধার করা হয়। পরবর্তীতে আটককৃত জর্দ্দা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে আসা হয়। আটককৃত উক্ত চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
কাস্টমস কর্মকর্তা জানান, নিয়মিত মূসক আহরণের পাশাপাশি মূসকবিহীন, অবৈধ, নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট, বিড়ি, জর্দা ও গুল সহ সকল নকল পণ্যের উপর অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply