মোঃ সাকিব আলী স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া ভেড়ামারা আজ সন্ধার সময় ষোলদাগ মধ্যপাড়ায় একটি অটো কিছু লোক নিয়ে তিন রাস্তার মোড় ঘোরানোর সময় একটি মোটরসাইকেল দ্রুতগতিতে ছুটে আসে এবং দুর্ঘটনার মুখোমুখি হয়ে অটোর সামনে ধাক্কা লাগে। মোটরসাইকেল ড্রাইভার পড়ে গিয়ে আহত হন এবং অটো ড্রাইভার ও যাত্রীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু অটো ও মোটরসাইকেলের অনেকটাই ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন জানান মোটরসাইকেল চালক ছেলেটির নাম উৎস। ছেলের বাড়ি ষোলদাগ ৬৮ পাড়া। অতঃপর ছেলেটিকে দ্রুত ষোলদাগ হাসপাতালে নেয়া হয় চিকিৎসার জন্য।
Leave a Reply