হাসপাতালের বারান্দায়
৬/৩/২৩/ ৪.৩০
হাসপাতালের বারান্দায়
বসে সারারাত।
দূই চোখে নেই একটুকুঘ ঘুম
হয়নি একটু কাত।
চেয়ে আছি বাবুর পানে
কখন নড়ে ওঠে,
মনের মাঝে বারে বারে
চমকে চমকে ওঠে।
এমনি করে সারাটা রাত
বসে বারান্দায়
আল্লাহ আল্লাহ করেছি আমি
মাপ করেন যেন আমায়।
মোযাজ্জিনের আযান শুনে
রাত যে হলো শেষ,,
বাবু আমার শান্ত হয়ে
ঘুমিয়ে আছে বেশ।
পূব আকাশে উঠবে এখন
রক্তিম লাল সূর্য,
বাবু আমার সুস্থ হবে
হয়ে রোগ মুক্ত।
এই কামনা করছি আমি
আল্লাহ পাকের কাছে,
আল্লাহ যেন সহায় থাকে
বিপদে সবার সাথে।
Leave a Reply