1. admin@dailytatthyachitra.com : admin :
জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-এর স্বর্ণপদক পেলেন ভেড়ামারার কৃতী সন্তান আব্দুর রহমান। - দৈনিক তথ্যচিত্র
বিজ্ঞপ্তি :
দৈনিক তথ্যচিত্র প্রত্রিকায় দেশের জেলা উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে আগ্রহীগণ যোগাযোগ করুন -মোবাঃ ০১৭৩০-১৮৭৭৪২, e-mail - dailytatthyachitra2021@gmail.com

জাতীয় মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ-এর স্বর্ণপদক পেলেন ভেড়ামারার কৃতী সন্তান আব্দুর রহমান।

  • প্রকাশের সময় : Monday, February 20, 2023
  • 27 জন দেখেছেন

 

ভেড়ামারা প্রতিনিধি :

বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সহযোগিতায় এবং ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার ঢাকার পল্টনের মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে উদ্বোধন হয় বঙ্গবন্ধু ওয়ালটন জাতীয় সাভাতে চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর।
সেখানে স্বর্ণপদক পান কুষ্টিয়ার ভেড়ামারার কৃতী সন্তান আব্দুর রহমান। তিনি উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাক্তার মোঃ শেরেগুলের পুত্র এবং সাংবাদিক সাইফুল ইসলামের ভাতিজা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হাসান উজ জামান মনি, বাংলাদেশ আনসারের পরিচালক (প্রশাসন) রাজীব হোসাইন, বাংলাদেশ আনসারের সহ-পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রায়হান উদ্দিন ফকির, সাভাতে ডেভেলপমেন্ট কমিশনের চেয়ারম্যান শিফু দিলদার হাসান দিলু ও সাভাতে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মেহেদী হাসান।

চ্যাম্পিয়নশিপে ২১টি জেলা, ৩টি বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ৬টি সার্ভিসেস সংস্থার ৪৬৫ পুরুষ-নারী খেলোয়াড় ও কর্মকর্তা অংশগ্রহণ করছিলেন।
দু’টি ক্যাটাগরির মোট ৪৮ ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একটি হচ্ছে ইয়ুথ অ্যাসোট(১৩-১৭ বছর), অন্যটি সিনিয়র অ্যাসোট অ্যান্ড কমব্যাট (১৮+ বছর)। লড়াই হয় ৪৮ স্বর্ণ, ৪৮ রৌপ্য ও ৯৬টি ব্রোঞ্জ পদকের জন্য।
সেখানে ভেড়ামারা- কুষ্টিয়ার হয়ে পুরুষ সিনিয়র কমব্যাট – ৬০ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক অর্জন করেন আব্দুর রহমান। তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগেই প্রায় এ পর্যন্ত আসা।
তাঁর ইচ্ছা আরো ভালো কিছু করা। আন্তর্জাতিক ও অলিম্পিকে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করা পদক  অর্জন করাই এখন তাঁর একমাত্র লক্ষ্য। তিনি  সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন।

শেয়ার করে সহযোগিতা করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো সংবাদ
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি ও বিষয়বস্ত কোথাও প্রকাশ করা বেআইনি। © All rights reserved © 2021 দৈনিক তথ্যচিত্র
Design & Developed By AKATONMOY HOST BD