ভেড়ামারা প্রতিনিধি:’
ভেড়ামারার ঐতিহ্যবাহী বাহাদুরপুর জুনিয়াদহ মোকারিমপুর (বিজেএম) কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ বুধবার সকালে কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন। বিশেষ অতিথি ছিলেন, উক্ত কলেজের সাবেক অধ্যক্ষ এবং কলেজ পরিচালনা পরিষদ সদস্য মোঃ আসলাম উদ্দিন ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ইয়াকুব আলী। প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস হোসেন , সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হাসান ও জ্যেষ্ঠ প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আতিউর রহমান ও নবাগত শিক্ষার্থী এন কে রিয়া বিশ্বাস।
Leave a Reply