তথ্যচিত্র ডেক্স:
জামাল পুর নুরমোহাম্মদ তালিমুল কোরআন মাদ্রাসায় ২০ জন আমপারা শেষ করে পবিত্র কোরআন মাজিদ পড়া শুরু করলো। আজ ৩১ জানুয়ারী ২০ জন আমপারা শেষ করে নতুন কোরআন মাজিদ পড়া শুরু করলো।
এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃমিলন বিশ্বাস, সেক্রেটারি জনি আহম্মেদ, সহ-সভাপতি মো:রকিবুল ইসলাম নান্টু, প্রধান উপদেষ্টা মোঃসাহাজউদ্দিন -সাবেক মেম্বার ৭ নং ওয়াড, উপদেষ্টা মোঃআরজেত আলী, লিটন আলী, আবু বক্কার, রিয়াজ মুন্সি, শিক্ষক মো:আলামিন ও মো:আবু সাঈদ, এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার ছাত্র ছাত্রীর অভিভাবকগণ প্রমুখ।
সদ্য পবিত্র কোরআন ধরা ছাত্র ছাত্রিদের সবার ৫ লাইন করে কোরআন শোনানো হয়, মাদ্রাসার ছাত্র ছাত্রী দের আভিভাবক তাদের মুখের পবিত্র কোরআন মাজিদ শোনার পড় সবাই অনেক মুগ্ধ অনেক খুশি। অভিভাবক দের উদ্দেশ্য বয়েন প্রেশ করেন মাদ্রাসার শিক্ষক মোঃআলামিন ও আবু সাঈদ। আলামিন হুজুর বলেন মাদ্রাসার ছাত্র ছাত্রী অল্প সময়ে আমপারা শেষ করে কোরআন মাজিদ পড়া শুরু করেছে। পড়ে দোয়া ও সবার মাঝে মিস্টি বিতরণ করা হয়।
সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসার শিক্ষক মো:আলামীন ও আবু সাঈদ।
Leave a Reply