তথ্যচিত্র ডেক্সঃ
পাবনার নিমাইচড়ায় গরুর মাংসের ২ টুকরোতে আল্লাহু লেখা ভেসে উঠেছে। রবিবার দুপুরে নিমায়চড়া এলাকায় রুবেল হোসেন এর বাড়িতে এ ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার শত শত উৎসুক জনতা আল্লাহু লেখা মাংসগুলো একনজর দেখার জন্য ভিড় করে।
রুবেল হোসেন জানান, আমার মা ফ্রিজ থেকে রান্নার জন্য মাংস বের করেন এরপর সে মাংস দুপুরে রান্না করতে গেলে ২ টুকরোতে আল্লাহ লেখা ভেসে উঠে। বিষয়টি তিনি তাৎক্ষনিক পরিবারের লোকজনদের জানান। এতে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।
জানা যায় মাংসে আল্লাহ লেখা একনজর দেখতে উৎসুক নারী পুরুষ ওই বাড়িতে ভিড় করতে থাকে। কেউ মোবাইলে ছবি তুলছেন আবার কেউ ধরে দেখতে চাইছেন।
একজন মাওলানাকে জিজ্ঞেস করে জানা যায় এটা আল্লাহর কুদরত।
মাংসে আল্লাহু নাম দেখতে শত নারী পুরুষ ভিড় জমেছে।
Leave a Reply