সাইফুল ইসলাম, ভেড়ামারা :
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর জুনিয়াদহ মোকারিমপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে আজ রবিবার দায়িত্ব গ্রহণ করলেন উক্ত কলেজের ইতিহাস বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক মোঃ শহীদুল ইসলাম। তিনি সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাঃ ফেরদৌস হোসেনের কাছ থেকে এ দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে কলেজের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের সদ্য বিদায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে ও প্রভাষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কলেজের সাবেক অধ্যক্ষ ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আসলাম উদ্দিন, পরিচালনা পরিষদ সদস্য মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক মোঃ ইদ্রিস আলী, সহকারী অধ্যাপক ইলা রায়, সহকারী অধ্যাপক এটিএম কবিরুল হাসান ও জ্যেষ্ঠ প্রভাষক সাইফুজ্জামান ফিরোজ। মোঃ শহীদুল ইসলাম অন্তর্বর্তীকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
Leave a Reply