কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সদর উপজেলা ই বি থানা ঝাউদিয়ায় ঝিনাইদহ জেলা ছেলে ও মেয়ে পালিয়ে এসে ঝাউদিয়া ইউনিয়ন বৈদ্যনাথপুর গ্রামে আত্মীয় সালামত বাড়িতে এসে প্রেমিক প্রেমিকা বিষপান করে মৃত্যু । পরিবারের লোকজন সাংবাদিকদের বলেন গতকাল ছেলে মেয়ে দুজন পালিয়ে যাই অনেক খোঁজাখুঁজি করে আমরা পাইনি আজ মঙ্গলবার দুপুর ১ টা ৩০ মিনিট সময় আমরা খবর পাই বলে তিনি জানান ।
নিহতরা হলেন শাহীন বিশ্বাসের ছেলে সাগর ইসলাম ( ১৭ ) গ্রাম রাজনগর ইউনিয়ন মির্জাপুর থানা শোলকুপা জেলা ঝিনাহদহ । হালিম মন্ডলে মেয়ে বর্ষা খাতুন (১৬) গ্রাম গোবিন্দপুর থানা শোলকুপা জেলা ঝিনাইদহ। ঝাউদিয়া পুলিশ ক্যাম্প এসআই কবির
হোসেন ও এএসআই অনুপম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশটি উদ্ধার করেন এবং লাশটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।
Leave a Reply