ঢাকা প্রতিনিধিঃ
ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট এসোসিয়েশন বাংলাদেশ (IDAB) কর্তৃক আয়োজিত।
৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী এবং আইডিএবি বীমা বন্ধু সম্মানা-২০২২ অনুষ্ঠান ও প্রীতিভোজ আগামী ০৩ সেপ্টেম্বর ২০২২ রোজ: শনিবার , সকাল- ১০:৩০ মিনিটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
উক্ত অনুষ্ঠানে আপনার স্ব-বন্ধব উপস্থিতি একান্ত ভাবে কাম্য এম জি এম সজল। আপনার সম্মতি আমাদের আয়োজনকে আরও বেগবান করবে। আপনার সম্মতি জানিয়ে দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। আমন্ত্রণে প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম জি এম সজল।
এম জি এম সজল বলেন আমি লাইফ নন লাইফ বীমা প্রেশাজিদের পাশে ৬ বছর ধরে আছি এখনো থাকবো।
স্থান: ভোজন রেষ্টুরেন্ট, ৫৪ পুরানা পল্টন ঢাকা ১০০০.
(বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেট সংলগ্ন ফুটওভার ব্রীজ এর নিকটে)।
প্রয়োজনে: ০১৯৪৪ ৪২১৮০৪।
Leave a Reply