তথ্যচিত্র ডেক্সঃ
আজ ৩১ আগষ্ট – আজকের এই দিনে ইন্সুরেন্স ডেভোলপমেন্ট এ্যাসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম জি এম সজল পৃথিবীতে আগমন করেছিলো।আজ তার ৩৯ তম শুভ জন্মদিন।
লাইফ ননলাইফ ২৫ লক্ষ বিমা পেশাজীবীদের নিরাপত্তা সুরক্ষা অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে আজীবন কাজ করে যেতে চাই এম জি এম সজল। বিমা গ্রাহকদের সুরক্ষা ও স্বার্থ রক্ষায় কাজ করে যেতে চাই। (ইনশাহআল্লাহ)। এম জি এম সজল।
দোয়া চাই আমার পিতা ও মাতার জন্য। সন্তান সহধর্মীনি ভাই বোন ও তাদের সন্তানদের জন্য দোয়া চেয়েছেন।
দোয়া চাই সকল পর্যায়ের বিমা পেশাজীবীদের জন্য।
লাইফ ননলাইফ সকল পর্যায়ের বিমা পেশাজীবীদের কল্যানে বিমা গ্রাহকদের কল্যানে কাজ করে যেতে চাই। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের সাথে নিয়েই দীর্ঘ পথ চলতে চাই এম জি এম সজল।
নন লাইফ ও লাইফ বিমা পেশাজীবি এম জি এম সজলের জন্ম দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply