# মাহমুদ হাসান বিশেষ প্রতিনিধিঃ
পাবনার ঈশ্বরদী পোস্ট অফিস মোড় সংলগ্ন বুধবার সকালে গ্লাস মিস্ত্রি আহত হয়েছে। এলাকা সূত্রে জানা যায় মিস্তি ২ তালা বিল্ডিং এ থাই গ্লাস লাগাতে গিয়েছিল, লাগানোর পড়ে ফিটিংস ঠিক ঠাক হয়েছে কিনা দেখার জন্য উল্টো পিট আসে, তখন গ্লাস গুলো সঠিক ভাবে টাইট না থাকায় দূর্ঘটনা ঘটে। গ্লাস তার গায়ের উপর পড়ে মিস্ত্রি সহ নিচে পড়ে যায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে প্রেরন করেন।
Leave a Reply