ভেড়ামারা প্রতিনিধিঃ
মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন মতিয়া শেখ হাসিনা কতৃক সারাদেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঘর এবং দলিল প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ২১ জুলাই সকালে মাননীয়
প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে চাবি ও দলিল হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন।
এসময় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়াম হলরুমে উদ্বোধন অনুষ্ঠানে ৬০ ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর এবং দলিল প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীনেশ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, উপজেলা জাসদের সভাপতি ইমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) নান্নু খান, উপজেলা প্রকৌশলী আবুল হাসেম প্রমুখ।
Leave a Reply